![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-01%2Fa8bef28e-698f-4bba-8feb-5b86d6683134%2Famin_uddin_250923.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
সংসদ সদস্যদের শপথ নিয়ে কথা ‘আদালত অবমাননা‘: অ্যাটর্নি জেনারেল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪, ২২:১২
সংসদ সদস্যদের শপথ নিয়ে ‘অসাংবিধানিক‘ তথ্য ছড়ানো আদালত অবমাননার শামিল বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
রোববার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের শপথকে যারা অসাংবিধানিক বলে তথ্য ছড়াচ্ছেন তারা আদালত অবমাননা করছেন।“
বিএনপি নেতা, আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলে আসছেন, সদ্য সমাপ্ত দ্বাদশ সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথ ‘সংবিধানসম্মত’ হয়নি।