‘পুরুষের তুলনায় নারী আরও দক্ষতা নিয়ে কাজ করছে’
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪, ২০:৩০
চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসর। শনিবার (২০ জানুয়ারি) এটি শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। আজ রবিবার (২১ জানুয়ারি) থেকে উৎসবের বিভিন্ন বিভাগের কার্যক্রম চলছে পুরোদমে।
এই উৎসবের অন্যতম বিভাগ ‘উইমেন ইন সিনেমা’। এ দিন সকাল ৯টায় সেটার উদ্বোধন হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে। ‘ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স উইমেন ইন সিনেমা’ শীর্ষক এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উৎসবটির চেয়ারপার্সন অধ্যাপক কিশওয়ার কামাল। রেইনবো ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট আহমেদ মুজতবা জামালের সঞ্চালনায় এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম প্রমুখ।