নিয়ম মেনে ডায়বেটিস রোগীরাও রোজা রাখতে পারবেন

বার্তা২৪ প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:১৬

এখন থেকে ডায়াবেটিস রোগীরাও কিছু কিছু নিয়ম মেনে রোজা রাখতে পারবেন বলে জানিয়েছে ক্লিনিক্যাল এন্ডক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (এসিইডিবি)।


শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘এসিইডিবি’ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ‘এসিইডিবি’ থেকে বলা হয়েছে, রোজা ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য অবশ্যই করণীয়। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের শতকরা প্রায় ৮০ জন ডায়াবেটিস রোগী রোজা রেখে থাকেন। এক পরিসংখ্যানে দেখা গেছে, সারা বিশ্বের প্রায় ৫০ মিলিয়ন ডায়াবেটিস রোগী রোজা রাখেন। কিন্তু ডায়াবেটিস রোগীদের মধ্যে যারা চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখেন, তারা কিছু জটিলতার সম্মুখীন হন। বিশেষ করে, রক্তে সুগারের স্বল্পতা (হাইপোগ্লাইসেমিয়া), রক্তে সুগারের আধিক্য (হাইপারগ্লাইসিমিয়া), ডায়াবেটিস কিটোএসিডোসিস এবং পানি শূন্যতা বা ডিহাইড্রেশনে ভুগেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও