ধারণার চেয়ে ২০ শতাংশ বেশি বরফ হারিয়েছে গ্রিনল্যান্ড
বার্তা২৪
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ১৮:৪৭
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে গ্রিনল্যান্ডের বরফ স্তর আগের ধারণার চেয়ে ২০ শতাংশ বেশি গলে গেছে বলে জানয়েছে রয়টার্স।
নেচার জার্নালে বুধবার (১৭ জানুয়ারি) প্রকাশিত গবেষণা রিপোর্টে একথা জানানো হয়েছে। গত চার দশক ধরে স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যমে হিমবাহের বরফ গলার এই চিত্র পাওয়া গেছে।
পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে, গত দুই দশকে গ্রীনল্যান্ডের বরফের স্তর থেকে প্রায় ৫ হাজার গিগাটন বরফ গলেছে, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে একটি প্রধান ভূমিকা রাখছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বরফ
- বরফের স্তর