ডিজিটাল প্রতারণা: ‘বেতন পাবেন প্রতিদিন ১১১৫ টাকা’
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে এখন চাকরির খোঁজ করছেন রনি (ছদ্মনাম)। হঠাৎ একদিন ফোনে একটি এসএমএস পান ২৫ বছর বয়সী এই তরুণ। ইংরেজিতে লেখা ওই এসএমএসে বলা হয়েছে, 'বেতন পাবেন প্রতিদিন ১১১৫ টাকা। অনলাইনে আমাদের কোম্পানির জন্য কাজ করুন। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।'
ওই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করা হলে অপর পাশ থেকে টেক্সট পাঠিয়ে বলা হয়, 'চ্যাট রেকর্ড রাখার জন্য আমাদের কোম্পানি ভয়েস কল বা ফোন কলে কথা বলার অনুমতি দেয় না। তাই টেক্সটেই আমাদের সঙ্গে কথা বলতে হবে।'
আরেকটি টেক্সটে বলা হয়, 'আমি জেমিনি কোম্পানির হায়ারিং ম্যানেজার বলছি। আমাদের কোম্পানি বড় বড় ব্র্যান্ড ও ব্যবসা প্রতিষ্ঠানের ইউটিউব ও ফেসবুক ভিডিওতে লাইক, সাবস্ক্রিপশন বাড়ানোর কাজ করে।' শ্যানেল, ডিওর, মার্সিডিস বেঞ্চের মতো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তিনি বলেন, 'আপনাকে শুধু তাদের পোস্ট লাইক বা কমেন্ট করতে হবে। একেকটি টাস্কের জন্য আপনি দুই থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পাবেন।'
- ট্যাগ:
- বাংলাদেশ
- ডিজিটাল প্রতারণা