ভোটের ফলাফল জেনেও ভোট দেওয়ার পেছনে কী
জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের হার নিয়ে বিতর্ক হচ্ছে। সাধারণ ধারণা ছিল ভোটকেন্দ্রে ভোটার হুমড়ি খেয়ে পড়বে না। ভোটার লাইন দীর্ঘ হবে না। সাঁওতাল ঝলং মাঝি বাটি হাতে নির্বাচনী কেন্দ্রে চা খেতে আসবেন না। গ্রামের মা-বোনেরা শাড়ির ভাঁজ ভেঙে সিঁথি কেটে গরুর গাড়িতে চড়ে ভোটকেন্দ্রে যাবেন না। কচিকাঁচাদের হট্টগোলে ভোটকেন্দ্রের আশপাশ ভরে উঠবে না। কিছু ভোটার আসবেন, ভোট দিয়ে চলে যাবেন।
ভোটের ফলাফল জেনেও অনেকে ভোট দেবেন। কেন? ভোট দেওয়ার ক্ষেত্রে কি কোনো বাধ্যবাধকতা তৈরি হলো?
নির্বাচন এখন এক জটিল বিষয়, কখনো তা বিনা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, কখনো বা রাতে অনুষ্ঠিত হয়, কখনো বা ভোটারবিহীন।
- ট্যাগ:
- মতামত
- ভোটকেন্দ্র
- ভোটকেন্দ্রে সংঘর্ষ