তাইওয়ান প্রশ্নে ‘এক চীন নীতি’তেই সমর্থন বাংলাদেশের

ঢাকা পোষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪, ২২:৪৩

সম্প্রতি অনুষ্ঠিত তাইওয়ানের জাতীয় নির্বাচন বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে বলা হয়েছে, তাইওয়ান ইস্যুতে বাংলাদেশ নিজেদের এক চীন নীতিতে সমর্থন পুনর্ব্যক্ত করেছে।


সোমবার (১৫ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেইজে এ বিষয়ে একটি পোস্ট করেছে। সেখানে তাইওয়ান ইস্যুতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করা হয়েছে।


মন্ত্রণালয় বলছে, সম্প্রতি তাইওয়ানে অনুষ্ঠিত নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ। বাংলাদেশ এক চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে যেকোনো ধরনের অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানায়। একইসঙ্গে বাংলাদেশ জাতিসংঘ সনদ অনুযায়ী এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করার আহ্বান জানায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও