সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যের কারণে শীত তীব্র হচ্ছে

বণিক বার্তা প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪, ১৫:৩৭

ঢাকায় গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল যথাক্রমে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


তাপমাত্রা উল্লেখ করে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, কয়েকটি জেলা বাদে কোথাও শৈত্যপ্রবাহ না চললেও প্রচণ্ড শীতে ঢাকাসহ সারাদেশেই জনজীবন পর্যুদস্ত। আবহাওয়াবিদরা বলছেন, পুরো জানুয়ারিজুড়েই শীতের প্রকোপ থাকবে।


আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ কিছুটা মেঘলা থাকলেও আগামী তিনদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্তও থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও