কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাঠগড়ায় ইসরায়েলের সঙ্গে পশ্চিমারাও

প্রথম আলো জনাথন কুক প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪, ২২:৪৫

ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকা মামলা করার পর (আজ বৃহস্পতিবার) মামলাটির শুনানি হচ্ছে।


এ অবস্থায় ইসরায়েল পশ্চিমা দেশগুলোর প্রতি এই মামলার ইস্যুতে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে দ্রুত আদেশ দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা আইসিজেকে অনুরোধ করেছে, যাতে সেখানে এখনই গণহত্যা বন্ধ করা যায়।


এ পর্যন্ত গাজায় প্রায় ২৩ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু। হাজার হাজার মানুষ এখনো ধসে পড়া ভবনগুলোর নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে। কয়েক লাখ মানুষ গুরুতর জখম হয়েছে।


প্রায় তিন মাস ধরে চলা বোমাবর্ষণে গাজার বেশির ভাগ ভবন ভেঙেচুরে গেছে। সেখানে খাবার ও চিকিৎসাকর্মীদের ঢুকতে না দেওয়ায় মানুষ না খেয়ে ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও