ক্যারিয়ারের দৌড় নয়, দৌড়ের ক্যারিয়ারে সাজ্জাদ
‘তোর শরীরে দেখি কিছুই নাই। ছেলে মানুষ এত হ্যাংলা-পাতলা হলে চলে!’
‘এসব দৌড়ানো বাদ দিয়ে পড়ালেখায় মন দাও।’
এ রকম কত যে নেতিবাচক কথা শুনতে হয়েছে। তবু সাজ্জাদ হোসেনের দৌড় থামেনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি মেডিসিন বিভাগের শেষ বর্ষের এই শিক্ষার্থী ছুঁয়েছেন একের পর এক ফিনিশিং লাইন। দৌড় তাঁর কাছে শুধুই ক্রীড়া নয়, দৈনন্দিন জীবনযাপনেরই একটা অংশ।
কিন্তু দৌড়ে এত আগ্রহই-বা কেন? কেন ক্রিকেট বা ফুটবল নয়? সাজ্জাদের ঝটপট উত্তর, ‘কারণ দৌড় শুরু করতে দলের অপেক্ষায় থাকতে হয় না। বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকেই বুঝে গিয়েছিলাম, বেশির ভাগ তরুণই খেলাধুলা নিয়ে খুব একটা আগ্রহী না। হয়তো পড়ালেখার কারণেই। তাই দলগত খেলার চিন্তা বাদ দিতে হলো। দৌড়াতে যেহেতু ভালো লাগত, এটাতেই মনোযোগ দিলাম। নিয়মিতই ক্যাম্পাসজুড়ে ছুটতাম। কিন্তু সামনে উদাহরণ হিসেবে তেমন কেউ ছিল না। নিজে নিজে শিখতে গিয়ে পড়তে হয়েছে বিভিন্ন ইনজুরিতে। আবার উঠে দাঁড়িয়েছি।’
- ট্যাগ:
- লাইফ
- ম্যারাথন দৌড়