ভোট করতে কত টাকা লাগে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ২০:৪৬

ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকনের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আকতার হোসেন। তার অভিযোগ, নির্বাচনে সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচের যে সীমা বেঁধে দেওয়া আছে, ৩১ ডিসেম্বর মধ্যেই তার চেয়ে বেশি খরচ করে ফেলেছেন সাঈদ খোকন।


নৌকার প্রার্থী আইনে নির্ধারিত সীমার অতিরিক্ত টাকা ভোটের মাঠে খরচ করেছেন কি না, আকতার হোসেন তা কীভাবে বুঝলেন? ছড়ি প্রতীকের এই প্রার্থী বলছেন, কেবল পোস্টার দেখেই সেটা বোঝা সম্ভব।


“ঢাকার সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, কোতোয়ালি, বংশালের আংশিক নিয়ে বিশাল এই নির্বাচনী এলাকায় তার লক্ষ-লক্ষ লেমিনেটেড পোস্টার দৃশ্যমান। এছাড়া তার হাজার হাজার ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। সাঈদ খোকন নৌকার যে পোস্টার ঝুলিয়েছেন, তার প্রায় সবই লেমিনেটেড, প্রতিটার উৎপাদন খরচ প্রায় ৯ টাকা। দুই-আড়াই লাখ পোস্টার ছাপালেও তার ব্যয় সীমা পার হয়ে যায়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও