You have reached your daily news limit

Please log in to continue


ব্রাজিল ফুটবলে স্বস্তির খবর

হঠাৎই শঙ্কার কালো মেঘ বাসা বেধেছিল ব্রাজিলের ভাগ্যাকাশে। অনিয়মের অভিযোগে রিও ডি জেনেইরোর আদালত গত ৭ ডিসেম্বর দেশটির ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজকে ছাটাই করে। এরপরই ফিফা থেকে নিষেধাজ্ঞার শঙ্কায় পড়ে যায় সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সংস্থাটি প্রথমে ঘটনার ব্যাখ্যা চেয়ে ব্রাজিলে চিঠি পাঠায়, তাতে সিবিএফ সাড়া না দেওয়ায় পরে আরেকটি সতর্কবার্তা দেয় ফিফা। তবে অবশেষে সেই শঙ্কা কেটেছে, রদ্রিগেজকে সভাপতি পদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

এর মাধ্যমে ব্রাজিলের ওপর যে নিষেধাজ্ঞার খড়গ নেমে আসার কথা ছিল, তাতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে নাটকীয়তা শেষ হয়নি, সুপ্রিম কোর্টের বিচারক গিলমার মেন্ডেসের দেওয়া নতুন এই আদেশ অস্থায়ী। যদিও রদ্রিগেজের পুনর্বহালের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, পরে মেন্ডেসের প্রাথমিক রায়কে ব্রাজিলের শীর্ষ আদালতের অন্য ১০ সদস্য বিশ্লেষণ করে চূড়ান্ত রায়ের তারিখ নির্ধারণ করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন