ব্রণ দূর করার ঘরোয়া উপায়
ত্বক ও চুলের যেকোনো যত্নের ক্ষেত্রে ঘরোয়া উপায় সবচেয়ে নিরাপদ। কারণ এ ধরনের পরিচর্যা সাধারণত ক্যামিকেলমুক্ত প্রাকৃতিক উপাদান দিয়ে করা হয়। যে কারণে থাকে না পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়। আমাদের অনেকের মুখেই ব্রণের সমস্যা লেগে থাকে। একদিক থেকে কমলে আবার অপরদিক থেকে বাড়তে থাকে। এমন সমস্যা নিয়ে যদি আপনিও ভুগে থাকেন তাহলে জেনে নিন ব্রণ দূর করার ঘরোয়া উপায়-
১. মুখ পরিষ্কার রাখুন
ব্রণ থেকে মুক্তি পেতে নিয়মিত মুখ পরিষ্কার করতে হবে। কারণ আমাদের ত্বকের কোণে লুকিয়ে থাকা ধুলা, ময়লার ফলে ব্রণের সমস্যা বেড়ে যেতে থাকে। যে কারণে প্রতিদিন মুখ ঠিক করে পরিষ্কার করা জরুরি। এজন্য ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান। অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান এড়িয়ে চলুন। এটি ত্বকের কোমলতা কেড়ে নেয়।
২. চন্দনের পেস্ট ব্যবহার
ব্রণের সমস্যা সারানোর জন্য চন্দনের পেস্ট অত্যন্ত উপকারী। প্রথমে ব্রণের জায়গায় ভালো করে চন্দনের পেস্ট মেখে নিন। এরপর শুকিয়ে গেলে ঠান্ডা ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। চন্দন ত্বককে সংক্রমণ থেকে মুক্তি পেতে সাহায্য করে। তাই মুখে চন্দন ব্যবহার করুন।
- ট্যাগ:
- লাইফ
- ব্রণের সমস্যা