কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রাম-১৬ আসনে বিএনপি–জামায়াতের ভোট টানার চেষ্টা

প্রথম আলো বাঁশখালী প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭

মাছ ধরার ট্রলারের মাঝি পঞ্চাশোর্ধ্ব মোহম্মদ জাহাঙ্গীর। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকার একটি চা দোকানে বসে খোশগল্প করছেন। নির্বাচনের মাঠ কেমন জিজ্ঞেস করতেই বলতে থাকেন, ‘আগের মতো ভোটের আনন্দ নেই। কেন্দ্রে যাওয়ার আগেই ভোট দিয়ে দেয়। গিয়ে কী লাভ।’


গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কথা হয় তাঁর সঙ্গে। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের অন্তত ১৬ জন ভোটারের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। তাঁদের সবার কথা প্রায় একই, ‘কেন্দ্রে গিয়ে কী হবে।’ বিএনপি-জামায়াত অধ্যুষিত এই আসনে কেন্দ্রে ভোটার আনতেই মরিয়া প্রচারণায় থাকা তিন প্রার্থী। তাঁদের নজরও মূলত বিএনপি-জামায়াত সমর্থকদের ভোট টানা। কারণ, প্রতিদ্বন্দ্বিতায় থাকা তিন প্রার্থীই আওয়ামী লীগ ঘরানার। ফলে নিজেদের ভোট ভাগাভাগি হবে। তাই দলের বাইরের ভোট টানতেই যত চেষ্টা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও