রিজার্ভ এক বছরে কমেছে ৭১২ কোটি ডলার
চলতি বছরজুড়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলেও বছর শেষে তা বাড়তে শুরু করেছে। চলতি বছরের হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ কমেছে ৭১২ কোটি ডলার। গত বছরের ডিসেম্বরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩ হাজার ৩৯৪ কোটি ডলার। বৃহস্পতিবার দিনের শুরুতে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৮২ কোটি ডলারে। এদিকে ১৪ ডিসেম্বর রিজার্ভ ছিল ২ হাজার ৪৬৩ কোটি ডলার। এ হিসাবে ডিসেম্বরের গত দুই সপ্তাহে রিজার্ভ বেড়েছে ২১৯ কোটি ডলার।
এদিকে নিট রিজার্ভও বেড়েছে। বৃহস্পতিবার দিনের শেষে নিট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৮ কোটি ডলারে। ১৪ ডিসেম্বর নিট রিজার্ভ ১ হাজার ৯১৭ কোটি ডলারে নেমে এসেছিল। ১৪ দিনে নিট রিজার্ভ বেড়েছে ১৬৯ কোটি ডলার।
সূত্র জানায়, আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি বাবদ ৬৯ কোটি ডলার ও এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ বাবদ ৪০ কোটি ডলার ছাড় হওয়ায় রিজার্ভ বেড়েছে। একই সঙ্গে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়েছে। এ খাতের ডলারও রিজার্ভে যোগ হচ্ছে। আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ফলে আমদানি কমেছে। এসব কারণে দেশের রিজার্ভ বছর শেষে বাড়তে শুরু করেছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক তীব্র ডলার সংকটের মধ্যেও বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে।