ভরা মৌসুমে আলুর চড়া দামে বিরক্ত খুচরা ব্যবসায়ীরাও
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩, ১৯:১০
‘মৌসুমের সময় জীবনে কখনো এত দামে আলু বিক্রি করিনি। ভালো লাগে না। খালি খালি কাস্টমারের সঙ্গে তর্ক হয়। কী করবো বলেন? বেশি দামে কিনে কমে বিক্রি করবো কীভাবে?’
কথাগুলো বলছিলেন শান্তিনগর বাজারের জহির মিয়া। তিনি সেখানে বিশ বছরের বেশি সময় সবজি বিক্রি করছেন। তিনিও আলুর বাড়তি দামে বিব্রত, বিরক্ত। আগে কখনো ভরা মৌসুমে এত দামে আলু বিক্রির রেকর্ড তার নেই।