You have reached your daily news limit

Please log in to continue


মানব পাচার সন্দেহে ভারতীয় যাত্রীবাহী উড়োজাহাজ আটকে রেখেছে ফ্রান্স

মানব পাচার সন্দেহে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতি বিমানবন্দরে যাত্রীবাহী একটি উড়োজাহাজকে বসিয়ে রাখা হয়েছে। বিরতির জন্য অবতরণ করার পর উড়োজাহাজটিকে আর উড়তে দেওয়া হয়নি। উড়োজাহাজটিতে ৩০৩ ভারতীয় যাত্রী ছিলেন।

ফরাসি সংবাদমাধ্যমগুলো বলছে, এয়ারবাস এ৩৪০ উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় যাচ্ছিল।

ফরাসি কৌঁসুলিরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ২১ ডিসেম্বর কারিগরি কারণে মাহনা বিভাগের ছোট বিমানবন্দর ভারতিতে উড়োজাহাজটি অবতরণ করে। ‘অজ্ঞাত উৎস থেকে সতর্কবার্তা’ পাওয়ার পর সেটি আর উড়তে দেওয়া হয়নি। পুলিশ বিমানবন্দরটিকে ঘিরে রেখেছে। এতে করে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েছেন।

ফ্রান্সের স্থানীয় কর্মকর্তারা জানান, কোন পরিস্থিতিতে এবং কী উদ্দেশ্যে ভ্রমণ করা হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তাঁরা বলেছেন, যাত্রীদের কয়েকজন অবৈধ অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। দুই যাত্রীকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন