হানিমুনে গিয়ে অনেকেই আক্রান্ত হন সাস্টাইটাসে, কী এই সমস্যা?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৮
সারা জীবন যে মানুষটার সঙ্গে কাটাতে হবে, সবার আগে তো তাকে জানা চাই। বিয়ের পর কয়েকটা দিন পরস্পরের সঙ্গে একান্তে কাটানোটা তাই খুব জরুরি। মধুচন্দ্রিমা বা হানিমুন সেই সুযোগই করে দেয়।
তবে এই মধুচন্দ্রিমায় গিয়ে একটি সমস্যায় ভোগেন অনেক নারীই। যোনিতে অস্বস্তি, প্রস্রাবে জ্বালা হয়। যৌনতা ঘিরে তৈরি হয় আতঙ্ক। এই সমস্যার নামই হানিমুন সাস্টাইটাস।
মিলনের সময়ে এসকেরিয়া কোলি ব্যাক্টেরিয়া ইউরেথ্রা দিয়ে ব্ল্যাডারে পৌঁছায়। যোনির আশপাশেও বাসা বাঁধে এই ব্যাক্টেরিয়া। এর ফলে ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন বা ইউটিআই হয়। নারীরা এই সমস্যায় বেশি ভুগলেও ছেলেদের যে একেবারেই হয় না, এমন নয়। অনেক ছেলেও ইউটিআই-এর সমস্যায় ভোগেন।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- আতঙ্ক
- যৌন স্বাস্থ্য
- মধুচন্দ্রিমা