কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ত্বকের লেজার চিকিৎসায় কি ক্যানসার হতে পারে

প্রথম আলো প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৩

বর্তমানে ত্বকের চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি পদ্ধতি হলো লেজার। লেজার চিকিৎসা নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে। অনেকেই ভাবেন, ত্বকে লেজার চিকিৎসা করলে পরবর্তী সময়ে ক্যানসার হতে পারে। কারও ধারণা, লেজারের আলো ত্বকের ক্ষতি করে। আবার অনেকের ধারণা, লেজার করলে সব সমস্যার সমাধান হবে স্থায়ীভাবে। তাই লেজার করানোর আগে এ বিষয়ে একটু সম্যক ধারণা থাকা প্রয়োজন।


লেজারের ব্যবহার


চর্মবিশেষজ্ঞরা ত্বকের চিকিৎসায় লেজার ব্যবহার করেন। লেজার মূলত একটি আলোকরশ্মি। এর সাহায্যে অবাঞ্ছিত টিস্যুকে নষ্ট করা হয়। যে টিস্যুকে আমরা রাখতে চাই না, সেটিকে কাটাকাটি বা কোনোরকমের ক্ষতি না করে যখন অপসারণ করতে চাই, তখনই সেখানে লেজারের ব্যবহার করা হয়।


আমাদের দেশে অবাঞ্ছিত লোমের ক্ষেত্রে লেজার অনেক বছর ধরে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া ত্বকের গর্ত ঠিক করার জন্য, জন্মগতভাবে রক্তনালির ত্রুটি ঠিক করতে ভাস্কুলার লেজার ব্যবহার করা হয়। ব্রণের সমস্যার জন্যও কখনো লেজার ব্যবহার করা হয়।


এ ছাড়া তিল বা সূর্যের তাপের জন্য শরীরের যেসব সমস্যা হয়, সেগুলো ঠিক করতে লেজারের ব্যবহার করা হয়। শ্বেতীরোগীর চামড়া স্বাভাবিক করার জন্যও লেজার ব্যবহার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও