অনলাইনে ই-সিগারেট বিক্রি, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে তরুণদের
নিকোটিনের সঙ্গে বিভিন্ন ফলের গন্ধ বা ফ্লেভার মিশিয়ে তৈরি করা হয় ই-সিগারেটের উপাদান পানীয় তামাক (ভেপ)। এই নানা স্বাদের পানীয় তামাকের কারণে অনেকে সহজেই আকৃষ্ট হচ্ছেন ক্ষতিকর ই-সিগারেটে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ই-সিগারেট গ্রহণের হার বাড়ছে। ফলে হৃদরোগসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন তাঁরা। রিচার্জ করা যায় এমন ব্যাটারিচালিত এসব যন্ত্র সিগারেটের মূল উপাদান নিকোটিন সেবনের জন্য ব্যবহৃত হয় বলে এগুলোকে সাধারণভাবে ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেট বলা হয়।
রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন দোকানের পাশাপাশি বর্তমানে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক পেজে দেদার বিক্রি হচ্ছে ক্ষতিকর ই-সিগারেট। বিশেষজ্ঞরা বলেন, বর্তমানে তরুণ-তরুণীরা ধূমপান শুরুই করছেন ই-সিগারেট দিয়ে। শখ করে ই-সিগারেট নিতে গিয়ে পরে পুরোদস্তুর ধূমপায়ী হয়ে উঠছেন। কারণ, সাধারণ সিগারেটের বিকল্প হিসেবে ই-সিগারেট বাজারজাত করা হলেও এটি আসলে একটি নেশা সৃষ্টিকারী পণ্য।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ই-সিগারেট
- স্বাস্থ্যঝুঁকি