অপারেশন নাট ক্র্যাক শেষে ঢাকায় প্রবেশ
২৬ নভেম্বর সন্ধ্যা, ১৯৭১। ৫৭ মাউন্টেন ডিভিশনের হেড কোয়ার্টার থেকে জেনারেল গনজালভেস ও ব্রি. মিশ্রের উপস্থিতিতে আখাউড়া যুদ্ধের নির্দেশনামা সংগ্রহ করে ২৯ নভেম্বর বিকালে একটা মহড়া দিয়ে ৩০ নভেম্বর সন্ধ্যায় মাইন ডিটেক্টর ছাড়াই ৬ মাইল মাইনফিল্ড অতিক্রম করে রাত ১২টার আগে দ্রুত ফক্সহোল তৈরি করে লক্ষ্যস্থলে পৌঁছি। অভিজ্ঞ সুবেদার সুলতানকে রাখি হাতের ডানে পাকিস্তানি বাঙ্কারের দিকটায়।
ভারতীয় জেনারেল গনজালভেস, জেনারেল গিল, ব্রিগেডিয়ার মিশ্র আমাদের এ অভিযানে সাক্ষী হয়ে আছেন। জেনারেল গিল ২০১৩ সালে আমার একটি ইংরেজি গ্রন্থে আমাদের সামরিক অভিযানের বিষয়টি সম্পাদনা করেন।