কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কমপক্ষে ৪০ আসন নিয়ে বিরোধী দল হতে চায় জাপা

প্রথম আলো প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:২৫

জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) এবার ৪০ থেকে ৫০টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে চায়। এ লক্ষ্যে দলটির নীতিনির্ধারণী নেতারা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার জন্য দেনদরবার অব্যাহত রেখেছেন। আজ শুক্রবার বিকেলে দুই পক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে।


তবে গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা প্রথম আলোকে জানিয়েছেন, তাঁরা একটি নির্দিষ্টসংখ্যক আসনে সমঝোতার কথা ইতিমধ্যে জাপার নেতাদের জানিয়ে দিয়েছেন।


আজ দুই পক্ষের বৈঠকে আসন সমঝোতা চূড়ান্ত হতে পারে। এর আগে দুই দফা বৈঠকে আওয়ামী লীগ ও জাপার নেতারা নির্বাচনের কৌশল, আওয়ামী লীগ-দলীয় স্বতন্ত্র প্রার্থীদের প্রত্যাহার করাসহ আসন বণ্টন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি। যদিও কোনো পক্ষই প্রকাশ্যে সমঝোতার কথা স্বীকার করে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও