কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাজীপুরে ৩০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত, কখন ঠিক হবে অনিশ্চিত

www.ajkerpatrika.com গাজীপুর প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৩:২৮

গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শুধু তাই নয় রেললাইনের ২০ ফুট কেটে ফেলার কারণে ট্রেনটি দুর্ঘটনা কবলিত হয়। তাতে ৩০০ ফুটের অধিক রেললাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল লাইনের স্লিপার ও লোহার পাত দুমড়ে-মুচড়ে গেছে। 


লাইনচ্যুত বগিগুলো উদ্ধারসহ লাইনের সংস্কারের কাজ শুরু হলেও সেটি কখন শেষ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান। 


এ ঘটনার তদন্ত পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বিকল্প পথে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নিহতের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও