You have reached your daily news limit

Please log in to continue


গাজীপুরে ৩০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত, কখন ঠিক হবে অনিশ্চিত

গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শুধু তাই নয় রেললাইনের ২০ ফুট কেটে ফেলার কারণে ট্রেনটি দুর্ঘটনা কবলিত হয়। তাতে ৩০০ ফুটের অধিক রেললাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল লাইনের স্লিপার ও লোহার পাত দুমড়ে-মুচড়ে গেছে। 

লাইনচ্যুত বগিগুলো উদ্ধারসহ লাইনের সংস্কারের কাজ শুরু হলেও সেটি কখন শেষ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান। 

এ ঘটনার তদন্ত পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বিকল্প পথে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নিহতের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন