কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, নিষ্প্রাণ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

সমকাল বেলাবো প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩

নরসিংদীর বেলাবতে ২০১৭ সালে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ‘উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’। বীর মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক উন্নয়ন ও পারস্পরিক যোগাযোগের সমন্বয়ই ছিল এর লক্ষ্য। সেই কমপ্লেক্স চার বছর ধরে পড়ে আছে। তিন তলা ভবনের প্রতি তলায় ধুলাবালির আস্তর পড়েছে। শাটারগুলোতে ধরেছে মরিচা। শৌচাগার ও জেনারেটর নষ্ট। নেই বিদ্যুতের ব্যবস্থা। ভূতুড়ে পরিবেশ। মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে ভবনের দোকানঘর ভাড়া দেওয়ার কথা থাকলেও আগ্রহ নেই কারও। 


উপজেলার মুক্তিযোদ্ধা আ. খালেক মাস্টার সমকালকে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নির্বাচিত কমিটি নেই। কমিটি থাকলে এমনটা হতো না।’ শুধু বেলাব মুক্তিযোদ্ধা কমপ্লেক্সই নয়, সারাদেশে দেড় শতাধিক কমপ্লেক্স এমন নিষ্প্রাণ। আবার যেসব কমপ্লেক্স মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় উপজেলা প্রশাসনের মাধ্যমে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে, সেগুলোতেও মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দ্বন্দ্ব প্রকট। ২০১৭ সাল থেকে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বদানকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নির্বাচন না হওয়াই এর কারণ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও