 
                    
                    গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত, নিহত ১
গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে দুর্ঘটনার কবলে পড়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস। ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নামপরিচয় জানা যায়নি এবং আহতদের সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী সমকালকে বলেন, ‘বুধবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে।’
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                