কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ১০ ডিগ্রির নিচে

সমকাল প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ১০:০৩

হেমন্ত বিদায় নিচ্ছে, প্রকৃতিতে আসছে শীতকাল। স্বাভাবিকভাবেই এখন সারাদেশে শীতের অনুভূতি বাড়ছে। তবে সব অঞ্চলে কুয়াশা-ঠান্ডা বাতাস বাড়লেও শীত বেশি টের পাওয়া যাচ্ছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। গতকাল সোমবার নওগাঁর বদলগাছীতে এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বিষয়টি জানিয়েছেন।


এদিকে আজ মঙ্গলবার থেকে সারাদেশে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। বিষয়টি জানিয়ে আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ বলেন, এর পর ১৪ ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলসহ বেশ কিছু এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করতে পারে। আজ থেকে তিন দিনের মধ্যে বদলগাছীতে তাপমাত্রা থাকবে সবচেয়ে কম। একইভাবে রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া, সিলেটের শ্রীমঙ্গল, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও পঞ্চগড়– এসব এলাকার কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে; তখন শুরু হবে শৈত্যপ্রবাহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও