You have reached your daily news limit

Please log in to continue


‘ভুল ভুলাইয়া ৩’ দিয়ে ফিরছে কার্তিক-সারা জুটি

ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন কার্তিক আরিয়ান ও সারা আলী খান। বক্স অফিসে সেই সিনেমা ব্যর্থ হলেও কার্তিক-সারার রসায়নটা ঠিকই জুড়ে যায়। সম্পর্ক গড়ায় প্রেমে। কিছুদিন পর তা ভেঙেও যায়। সম্পর্ক ভেঙে গেলেও কার্তিক ও সারার বন্ধুত্বটা অটুট আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা জানান, ব্রেকআপের পর বন্ধুত্ব টিকিয়ে রাখা সহজ ছিল না তাঁর জন্য।

আবারও এক হচ্ছেন সারা-কার্তিক। তবে বাস্তবে নয়, পর্দায়। ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাঁদের। চলতি বছরের মার্চে ভুল ভুলাইয়া সিনেমার নতুন সিকুয়েলের ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা টি সিরিজ। জানা গিয়েছিল, ‘রুহ বাবা’ চরিত্রে ফিরবেন কার্তিক। তবে নায়িকার নাম জানা যায়নি তখন। চলতি সপ্তাহে টি সিরিজ জানাল, কার্তিকের জুটি হচ্ছেন সারা আলী খান, সেই সঙ্গে আরও জানা গেল, আগামী ফেব্রুয়ারি থেকেই শুরু হবে সিনেমার শুটিং। এবারও পরিচালকের আসনে থাকছেন অনীজ বাজমি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন