পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে মাঠে গোয়েন্দা পুলিশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ২২:৩৩

বাজারে চড়া দামে পেঁয়াজ বিক্রি এবং সেইসঙ্গে এই পণ্যটি মজুদ ও কালোবাজারি করা হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হুঁশিয়ার দিয়েছে গোয়েন্দা পুলিশ।


ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা পুলিশের একাধিক দল চকবাজার ও শ্যামবাজার এলাকায় মাঠে নেমেছে।


রোববার রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মলেনে সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, “কেউ যদি কালোবাজারি করে, পেঁয়াজ মজুদ করে এবং বেশি দামে বিক্রির পাঁয়তারা করে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। ডিবির লালবাগ বিভাগের একাধিক টিম চকবাজার ও শ্যামবাজার এলাকায় কাজ করেছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে।“

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও