![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-08%252F23b731e6-8f1f-4d26-a6ab-a96ecd372800%252F363758200_264365236311004_196330038004615512_n.jpg%3Frect%3D0%252C0%252C1440%252C810%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
নিজেকে বিচ্ছিন্ন রাখেন তামান্না
প্রথম আলো
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ১৯:০৮
চলতি বছরটা দারুণ কাটালেন তামান্না ভাটিয়া। বড় পর্দার পাশাপাশি ওটিটিতে তাঁর বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রশংসিত হয়েছে। তবে সফলতা বা ব্যর্থতা নিয়ে মাথা ঘামাতে চান না এই অভিনেত্রী।
২০২৩ সালটা হিন্দি সিনেমায় নিজের জায়গা খুঁজে পেয়েছেন তামান্না। কারণ, ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিণি সিনেমায় সাফল্য পেলেও হিন্দিতে পাচ্ছিলেন না।