কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকার ‘দুর্গের দেয়াল’ ভাঙতে চায় বিএনপি

সমকাল প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:১৫

সরকার পতনের আন্দোলন আরও কঠোর করতে ‘দুর্গের দেয়াল’ হিসেবে পরিচিত রাজধানীর আশপাশের জেলাগুলোতে নজর দিয়েছে বিএনপি। পুরো দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগের ১০ সাংগঠনিক ইউনিট ছাড়াও কুমিল্লাকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। চলমান আন্দোলন সফল করতে অন্য জেলাগুলোকেও টার্গেট করা হয়েছে। এসব ইউনিটে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে জোটের বাইরে থাকা সমমনা রাজনৈতিক দলকে নিয়ে বৃহৎ ঐক্যের প্ল্যাটফর্ম গড়ার সিদ্ধান্তও রয়েছে। তাতে জামায়াতে ইসলামীকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।


দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা জানান, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে শুরু হওয়া এক দফার আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে কাজ করছেন দলের হাইকমান্ড। ওই উদ্যোগের ফলে এরই মধ্যে বিভিন্ন জেলা ও মহানগরে আগের তুলনায় নেতাকর্মীর উপস্থিতি বাড়ছে। তবে তা সন্তোষজনক নয়। তবে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে খুব শিগগিরই আন্দোলনে ভালো ফল আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও