‘কোটিপতি নই, তাই জনগণের টাকায় নির্বাচন করছি’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৩

দ্বাদশ সংসদ নির্বাচনে জনপ্রতিনিধি হতে ভোটে দাঁড়িয়েছেন সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। কিন্তু নির্বাচনের খরচ যোগাচ্ছেন জনগণের কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে। 


বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে প্রার্থী হয়েছেন 'ইত্যাদি' ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পাওয়া এই কণ্ঠশিল্পী। 


জনগণের কাছ থেকে অর্থ সহায়তা নেয়ার কারণ জানতে চাইলে নকুল কুমার বিশ্বাস গ্লিটজকে বলেন, “আমি তো কোটিপতি নই, তাই জনগণের কাছে টাকা চেয়েছি। জনগণ ভালোবেসে আমার নির্বাচনের যে খরচ হবে, তা করবে বলেই আমার বিশ্বাস।” 


নির্বাচনে কেন অংশ নিচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন, “আমি সঙ্গীতশিল্পী, আর শিল্পীর আছে মমতা। জীবনে অনেক মমতা পেয়েছি, আর মমতা দিয়ে অনেক কাজও করেছি। কিন্তু সংসদে আছে ক্ষমতা। ক্ষমতা থাকলে জনগণের জন্য কাজ করাটা সহজ হয়।” 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও