You have reached your daily news limit

Please log in to continue


ব্রাজিলের ফুটবলপ্রধানকে সরিয়ে দিয়েছেন আদালত, নিষেধাজ্ঞার শঙ্কা

আদালতের নির্দেশে গতকাল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি পদ থেকে এদনালদো রদ্রিগেজকে সরিয়ে দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচনের জন্য একজন প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এর মধ্যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন রদ্রিগেজ।

ফিফা আইন অনুযায়ী, সদস্য অ্যাসোসিয়েশনে বাইরের হস্তক্ষেপ বৈধ নয়। এ কারণে রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার ঘটনায় সিবিএফ আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

রদ্রিগেজ ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসে সিবিএফের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি। ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে কার্লো আনচেলত্তিকে রাজি করানোর পেছনে মুখ্য ভূমিকা ছিল তাঁর। এখন রদ্রিগেজের প্রস্থানের মধ্য দিয়ে আনচেলত্তির ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়াও অনিশ্চয়তায় পড়ে যেতে পারে।

এএফপি জানিয়েছে, রিও ডি জেনিরোর একটি বিচারিক আদালত বলেছেন, ২০২২ সালে সিবিএফ ও রিও ডি জেনিরোর কৌঁসুলিদের মধ্যে যে চুক্তির ভিত্তিতে রদ্রিগেজ সভাপতির দায়িত্ব নেন, সেটি বৈধ ছিল না। কৌঁসুলিরা তাঁদের ক্ষমতার সীমানা ডিঙিয়ে এ চুক্তি করেছিলেন—এমনটাই বলেছেন আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন