ব্যাংক ব্যালান্স আয় সবই বেড়েছে বাহাউদ্দিনের

সমকাল প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪

৯ বছরের ব্যবধানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নগদ টাকা, ব্যাংক ব্যালান্স, আয়, ঋণ, ব্যবসা প্রতিষ্ঠান ও জমিজমা সবই বেড়েছে। ২০১৪ সালে বছরে তাঁর আয় ছিল প্রায় ৫৯ লাখ টাকা, যা বেড়ে এখন হয়েছে আড়াই কোটি টাকার বেশি। নির্বাচন কমিশনে দাখিল করা তাঁর হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া যায়।


বাহাউদ্দিন নাছিম ২০১৪ সালে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তিনি ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী। হলফনামার তথ্য অনুযায়ী, ২০১৪ সালে তাঁর কাছে নগদ ছিল প্রায় সাড়ে ৪৪ লাখ টাকা। স্ত্রীর কাছে ছিল ১৮ লাখ ৯৬ হাজার টাকা। এবার তাঁর নিজের কাছে নগদ আছে ৭ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার এবং স্ত্রীর কাছে ৩ কোটি ৪ লাখ ৫৯ হাজার টাকা। ওই সময় ব্যাংকে নিজের ছিল ১ কোটি ৫২ লাখ ৪৫ হাজার ও স্ত্রীর ৩১ হাজার ২১৫ টাকা। এবার ব্যাংকে নিজের স্থায়ী আমানত ও জমা আছে ৯ কোটি ৫৬ লাখ ১ হাজার টাকা। স্ত্রীর নামেও স্থায়ী আমানত ও জমা আছে ১ কোটি ৬১ লাখ টাকা। ৯ বছরে তিনি আটটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। স্ত্রীর প্রতিষ্ঠান হয়েছে ছয়টি। ব্যবসায় স্ত্রীর বিনিয়োগ প্রায় সোয়া কোটি এবং নিজের প্রায় সোয়া ১১ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও