![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/sdfg-20231207124919.jpg)
শাহজালালে ৪ কোটি ৪১ লাখ টাকার সোনাসহ চোরাচালানকারী আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজ থেকে ৪৯টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এসময় অবৈধভাবে সোনার চালান নিয়ে আসা এক ব্যক্তিকে আটক করা হয়েছে
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উড়োজাহাজটির সিটের নিচ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার সোনার বারগুলোর ওজন প্রায় পাঁচ কেজি ৬৮৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য চার কোটি ৪১ লাখ টাকা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্বর্ণসহ আটক
- স্বর্ণ জব্দ