ডিসেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৯

দেশব্যাপী এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে সুলভ মূল্যে খাদ্যদ্রব্যে বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়। প্রতি মাসের শুরুতেই এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। প্রতিবারের মতো ডিসেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।


বুধবার (৬ ডিসেম্বর) থেকে পর্যায়ক্রমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, আগামী জুনের মধ্যে দেশের এক কোটি মানুষের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শেষ হবে। এই ডিসেম্বরের মধ্যে ২০ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়ে যাবে।


তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনায় দেশের একটি কোটি মানুষের হাতে সুলভ মূল্যে খাদ্যদ্রব্য বিক্রি করা হচ্ছে। এই এক কোটি মানুষ মানে আরও দুই কোটি মানুষ যোগ হচ্ছে। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ যেন কষ্ট না করে এজন্য স্মার্ট কার্ডের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও