উচ্চ প্রবৃদ্ধির হার কমানো হচ্ছে
অর্থনৈতিক মন্থরগতির কারণে জিডিপির উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হচ্ছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিমুখ হয়ে পড়েছে দেশি ও বিদেশি সব ধরনের বিনিয়োগ, কমছে শিল্পের উৎপাদন ও সেবা খাতের গতি।
একই সময়ে বন্যায় ক্ষতির মুখে পড়েছে মাঠের ফসল। ফলে অর্জন না হওয়ার শঙ্কা থেকেই ঘোষিত জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ।
সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক কো-অডিনেশন কাউন্সিলের বৈঠকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে ৫ দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়। অর্থাৎ লক্ষ্যমাত্রা কমানো হচ্ছে ১ দশমিক ৫ শতাংশ।
অবশ্য দাতাসংস্থা আইএমএফ তাদের পূর্বাভাসে বলেছে, বাংলাদেশে গণ-অভ্যুত্থান, বন্যা ও কঠোর নীতির কারণে জিডিপির প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ এবং ২০২৬ সালে পুনঃরুদ্ধার হয়ে ৬ দশমিক ৭ শতাংশে উঠবে। প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে অর্থ বিভাগও একটি পর্যবেক্ষণ তৈরি করেছে।