You have reached your daily news limit

Please log in to continue


ইসি ‘আধা রোবট’ হয়ে গেছে: রিজভী

জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে সরিয়ে নামকাওয়াস্তে দল গঠন করে তাদের ভোটের মাঠে নামানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তার কথায়, “একতরফা নির্বাচনকে লোক দেখানো বৈধতা দিতে সরকারের প্রস্তুতি ছিল প্রার্থী বেচাকেনার হাট জমিয়ে তোলার। কর্মীবিহীন নাম সর্বস্ব দলের নেতাদের পকেটে পুরতে উদয়াস্ত খেটেও সুবিধা করতে পারেনি সরকারি দলের আজ্ঞাবহ গোয়েন্দা কর্মকর্তারা।

“একদিকে যেমন চলেছে প্রার্থী বেচাকেনা, তেমনই তাদের রাজি করাতে কাজে লাগানো হয়েছে চাপ প্রয়োগের কৌশলও। মামলা, হামলা, হুমকি- কোনো কিছুই বাদ যায়নি এ থেকে। কথিত দু-তিনটি রাজদল বা কুইন্স পার্টি নামকাওয়াস্তে গঠন করে বিএনপিসহ সকল জনপ্রিয় দলকে দূরে সরিয়ে তাদের নির্বাচনের পাতানো খেলার মাঠে নামানো হয়েছে।”

সোমবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ‘একতরফা’ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন