শোয়েবের হাজার চার, টি-টোয়েন্টির চার-ছক্কায় বাংলাদেশিরা কোথায়
বয়স কয়দিন পরই ৪২ হবে। তবে শোয়েব মালিক খেলে যাচ্ছেন এখনো। পাকিস্তানের সাবেক অধিনায়ক এখন খেলছেন দেশটির ঘরোয়া টুর্নামেন্ট ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে। কাল শিয়ালকোটের হয়ে রাওয়ালপিন্ডির বিপক্ষে খেলেছেন ৫৬ বলে ৮৪ রানের ইনিংস। ৪টি ছক্কার সঙ্গে মেরেছেন ৬টি চার। সেই ৬টি চার মারার পথেই দারুণ একটা রেকর্ড হয়ে গেছে তাঁর।
১ হাজার
অষ্টম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ১ হাজার চারের রেকর্ড হয়ে গেছে শোয়েবের। এ রেকর্ডের ক্ষেত্রে প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি চার মারা ব্যাটসম্যানের ক্ষেত্রে সবার ওপরে অ্যালেক্স হেলস, ৪১৫ ইনিংসে এখন পর্যন্ত তিনি মেরেছেন ১২৯০টি চার।
৭৪৩
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি চার তামিম ইকবালের। তিনি মেরেছেন ৭৪৩টি চার। দুইয়ে থাকা সাকিব আল হাসান এখন পর্যন্ত চার মেরেছেন ৬৪২টি, যদিও তামিমের (২৪৬) চেয়ে বেশ কয়েকটি ইনিংস বেশি খেলেছেন তিনি (৩৮২)। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান এখন পর্যন্ত ৫০০ চারও মারেননি, যদিও ৪০০টির বেশি চার মেরেছেন তিনজন।