আ.লীগের আসন ছাড় : কপাল খুলছে শরিকদের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০১
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। গত ২৬ নভেম্বর জোটকে বাদ রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় ১৪ দলের শরিকরা। দুটি আসন রেখে সব আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করায় জোটের শরিকরাও হতাশ হয়ে পড়েন।
জোটের শরিকদের অনেকে মনে করেন, এবার হয়তো জোটে আগ্রহ নেই আওয়ামী লীগের। বিভিন্ন সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথায় এমনই আভাস পান শরিকরা। এবার সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। জোটপ্রধানের সঙ্গে বৈঠকের সুযোগ পেয়েছেন তারা। বৈঠকে কপাল খুলতে পারে তাদের। কে কোন আসনে ছাড় পেতে যাচ্ছেন, সেটিও এ বৈঠকে চূড়ান্ত হতে পারে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন ১৪ দলের একাধিক নেতা।