পরিকল্পিত পরিবার গঠনে নারীর সিদ্ধান্ত
পরিবার বলতে সাধারণত আমাদের চোখে যে ছবি ভেসে ওঠে তা হলো দম্পতি ও তাঁদের ছেলেমেয়ে নিয়ে একটি ঘর। অবশ্য সেখানে আরও কিছু সদস্যও থাকেন।
তবে মূল পরিবার হয় এক জোড়া দম্পতিকে কেন্দ্র করেই। এই দম্পতি জোড়া বাঁধেন বিয়ের মাধ্যমে। তাই হিসাবমতো বিয়ের শুরু থেকেই পরিবার নিয়ে পরিকল্পনা করা দরকার। কিন্তু বিয়ের সঙ্গে সঙ্গেই অধিকাংশ দম্পতি কোনোরকম পরিকল্পনা ছাড়া সন্তান উৎপাদনে ব্যস্ত হয়ে পড়েন।