কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শীত এলেই কানে ব্যথা? জেনে নিন সমাধান

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:২০

শীতের সময়ে আপনার ত্বক আর চুলেই শুধু নয়, শরীরেও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এসময় বিভিন্ন শারীরিক অসুস্থতা বেশ পরিচিত চিত্র। বিশেষ করে শীতের শুরুতেই সর্দি-কাশির মতো সমস্যা বেশি দেখা দেয়। অনেকের আবার কানের ভেতরে চুলকানি ও ব্যথা শুরু হয়। অনেক সময় কান খোঁচানোর কারণে ব্যথা আরও বেড়ে যায়।


শীত পড়তে শুরু করলে আপনারও কি কানে চুলকানি ও ব্যথা হয়? চিকিৎসকরা বলছেন, আমাদের কান ও নাকের সংযোগস্থলে থাকে ইউস্টেচিয়ান টিউব। এজন্যই এমনটা ঘটে থাকে। নলের মতো এই অংশ কান ও নাকের মধ্যে সংযোগ স্থাপন করে। তাই আপনি যখন নাক দিয়ে নিশ্বাস নেন তখন নলের মধ্যে দিয়ে বায়ুচাপ কান অবধি চলে যায়।


বায়ুচাপের কারণে টিউব খুলে গিয়ে চাপকে নিস্ক্রিয় করে দেয়। শীতের সময়ে উষ্ণতার পরিমাণ কমে। যে কারণে সেই টিউব সবসময়  খোলে না। বায়ুচাপও ঠিকভাবে নিস্ক্রিয় হয় না। এর ফলে দেখা দেয় চুলকানি ও ব্যথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও