কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৪০

দক্ষিণ আফ্রিকার মাটিতে আজ (রোববার) থেকে টি-টোয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের প্রথমটিতে বেনোনিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইতোমধ্যে তিন ওভার শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ১৫ রান সংগ্রহ করেছে।


এই সফরে প্রোটিয়া মেয়েদের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন জ্যোতিরা। ৬ ও ৮ ডিসেম্বর কিম্বার্লিতে হবে বাকি দুই টি-টোয়েন্টি। এরপর ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ তিনটি হবে যথাক্রমে পচেফস্ট্রুম, ইস্ট লন্ডন ও বেনোনিতে। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।


বাংলাদেশ একাদশ : শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সুবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, লতা মন্ডল, মারুফা আক্তার, শামীমা সুলতানা, শরীফা খাতুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও