আমাদের শিক্ষাব্যবস্থা ও ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থার পর্যালোচনা
নতুন শিক্ষাক্রম নিয়ে অনেক আলোচনা-সমালোচনা চলছে। ২০২৩ শিক্ষাবর্ষ থেকে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে তা বাস্তবায়িত হচ্ছে। ২০২৪-এ তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণিতে; ২০২৫-এ পঞ্চম ও দশম শ্রেণিতে; ২০২৬-এ একাদশ শ্রেণিতে এবং ২০২৭ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে।
প্রাক-প্রাথমিক স্তর হবে ২ বছরের জন্য, যা ২০২২ পর্যন্ত ছিল ১ বছরের। প্রাক-প্রাথমিক স্তরে থাকছে না সরকার নির্ধারিত পাঠ্যপুস্তক। বিদ্যালয়ের শিক্ষকরাই পড়াবেন তাদের নিজেদের মতো করে।
প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকছে না কোনো পরীক্ষা। ব্যবস্থার পরিবর্তনের ফলে শ্রেণিতে শেখার ওপর ভিত্তি করে শিক্ষার্থীর মূল্যায়ন করা হবে। প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বই থাকবে ৩টি। চতুর্থ-পঞ্চম শ্রেণি পর্যন্ত অভিন্ন বিষয়ের ৮টি বই থাকবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত অভিন্ন বিষয়ের ১০টি বই থাকবে।