মাইক্রোপ্রসেসরের সহ–উদ্ভাবক ফেডেরিকো আরজিনের জন্ম
প্রথম আলো
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩
১ ডিসেম্বর ১৯৪১
মাইক্রোপ্রসেসরের সহ–উদ্ভাবক ফেডেরিকো আরজিনের জন্ম
মাইক্রোপ্রসেসরের সহ–উদ্ভাবক ফেডেরিকো আরজিন ইতালির ভিচেঞ্চায় জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি ভিচেঞ্চা ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রি থেকে স্নাতক হন। ১৯৬৫ সালে তিনি পাদুয়া বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
১ ডিসেম্বর ১৯৪৩
নিকোলাস নেগ্রোপন্টের জন্ম
মার্কিন স্থপতি এবং ১০০ ডলার ল্যাপটপ প্রকল্পের জন্য খ্যাত নিকোলাস নেগ্রোপন্টে জন্মগ্রহণ করেন। তিনি প্রত্যেক শিশুর জন্য ল্যাপটপ বা ‘ওয়ান ল্যাপটপ পার চাইল্ড’ (ওএলপিসি) অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। নেগ্রোপন্টে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) মিডিয়া ল্যাবের চেয়ারম্যান ইমেরিটাস।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইতিহাসের এই দিনে