গরুর মাংস, মুরগি ও ডিমের দাম কম, তবে স্বস্তিকর নয়

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯

রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংস এখন আগের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। তবে দামে বেশ হেরফের রয়েছে।  কোথাও ৬০০ টাকা কেজি, কোথাও বা ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি। এমনকি কেজি ৫৮০ টাকাও বিক্রি হচ্ছে।


বাজারে ব্রয়লার মুরগির দাম কমেছে। দুই সপ্তাহ আগে কমা ডিমের দাম ডজনে ১২০ টাকায় স্থির। অনেক এলাকায় ডিম ১১৫ টাকা ডজন বিক্রি হচ্ছে। এ ছাড়া ঢাকার সব বাজারেই সবজির দাম আরো কমেছে।


গতকাল বৃহস্পতিবার রাজধানীর শুক্রাবাদ, মালিবাগ, রামপুরা বাজার ঘুরে এসব তথ্য জানা যায়। তবে গরুর মাংস, মুরগি বা ডিমের দাম কোনোটিই এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি, যা সাধারণ ক্রেতার জন্য স্বস্তিকর হতে পারে। 


গতকাল শুক্রাবাদ, মালিবাগ, রামপুরা বাজারের বেশির ভাগ দোকানে গরুর মাংস ৬০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। তবে জোয়ারসাহারা ও গুলশানের কালাচাঁদপুর বাজারে গরুর মাংস প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও