কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টিন্টেড সানস্ক্রিন কি সাধারণের মতোই কার্যকর?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ১৬:০২

সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচতে এবং ত্বকের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার জরুরি।


বয়সের ছাপ, রোদে পোড়াভাব, বিবর্ণতা ও শুষ্কতা কমানোর পাশাপাশি ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে সানস্ক্রিন।


সকালে তাড়াহুড়া করে বের হওয়ার সময় যতটা সম্ভব কম সময়ে তৈরি হওয়ার প্রয়োজন হয়। টিন্টেড সানস্ক্রিন ব্যবহার এক্ষেত্রে উপকারী।


টিন্টেড সানস্ক্রিন বলতে যা বোঝায়


নিউ ইয়র্ক’য়ের ‘অরেন্ট্রিক মেডিকেল গ্রুপ’ বোর্ড প্রত্যয়িত ত্বক বিশেষজ্ঞ জোডি লোগের্ফো বলেন, “টিন্টেড সানস্ক্রিন হল ‘বেইজ কভারেজ’ বা ত্বকের স্বাভাবিক বর্ণের সাথে সামঞ্জস্য পণ্য, যা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সরক্ষা দেয়।”


“এই রং পাওয়া যায় পণ্যে থাকা আয়রন অক্সাইড ও বর্ণযুক্র টাইটেনিয়াম ডাইঅক্সাইডের যৌগ থেকে। এর সাথে সূর্যালোক থেকে বাঁচতে উচ্চ বর্ণচ্ছটাযুক্ত টাইটেনিয়াম ডাইঅক্সাইড ইউভি ফিল্টার যোগ করা থাকে”- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ব্যাখ্যা করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও