You have reached your daily news limit

Please log in to continue


৫৯ বছরের ইতিহাস বদলাতে পারবে পাকিস্তান?

অস্ট্রেলিয়ায় শেষ কবে পাকিস্তান টেস্ট জিতেছে? এমন প্রশ্ন করা হলে খানিকটা বিব্রতই হতে হবে দেশটির ক্রিকেট ভক্তদের। ১৯৬৪ থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত এই ৫৯ বছরে পাকিস্তান অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে গিয়েছে ১৪ বার। তাতে অধিনায়ক ছিলেন ১১জন। আর শেষ জয় এসেছে ১৯৯৫ সালের ৩০ নভেম্বর শুরু হওয়া সিডনি টেস্টে। 

পাকিস্তানের সেই দলের অধিনায়ক ছিলেন ওয়াসিম আকরাম। দলে আমির সোহেল, ইজাজ আহমেদ, সেলিম মালিক, ওয়াসিম-ওয়াকারদের জায়গা ছিল তখন। এরপর আরও ৬ বারে ১৬ টেস্ট খেলে পাকিস্তান জিততে পারেনি কোন ম্যাচেই। তারচেয়ে বড় কথা, পাকিস্তান বিগত ৫৯ বছরের ইতিহাসে কখন অস্ট্রেলিয়াতে সিরিজই জেতেনি। ড্র হয়েছে ৩ বার। সেটাও ১৯৭৮-৭৯ মৌসুমে। মুশতাক মোহাম্মদ ছিলেন অধিনায়ক। আর দ্য গ্রেট ইমরান খান তখনো পরিণত খেলোয়াড় হয়ে ওঠার অপেক্ষায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন