বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে 'কুইক টি–টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি'—এমন দাবি করা থেকে শুরু করে গতকাল আসন্ন বোর্ড নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা—আমিনুল ইসলাম বুলবুল এক দিকেই ধারাবাহিক থেকেছেন: সেটি হলো সেই চিরচেনা ধোঁয়াশা, যা এই দেশের যে কোনো নেতৃত্বের পদেই দেখা মেলে।
ফারুক আহমেদকে সরিয়ে গত ৩০ মে এনএসসি'র (জাতীয় ক্রীড়া পরিষদ) অনুমোদনের মাধ্যমে ১৭তম বিসিবি সভাপতি হন বুলবুল। প্রথমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন, 'আমি কুইক একটা টি–টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি। আমি ভালো একটা ইনিংস খেলব, যেটা আপনারা মনে রাখবেন।' তবে সাবেক এই জাতীয় দলের অধিনায়ক এখন জোর দিয়ে বলছেন, তার সেই 'কুইক টি–টোয়েন্টি ইনিংস' এখনও শেষ হয়নি।
মঙ্গলবার সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, 'কুইক টি–টোয়েন্টি ইনিংস এখনো শেষ হয়নি। আগে সেটি শেষ হোক। যদি চালিয়ে যেতে হয়, তবে টি–টোয়েন্টি থেকে ৫০ ওভারে (ওয়ানডে) যাব।'
নিজের এই 'কুইক টি–টোয়েন্টি ইনিংস' ওয়ানডে ধাঁচে লম্বা করে টেনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও পরবর্তী পদক্ষেপ নিয়ে বুলবুল এখনো অনিশ্চিত। তিনি বলেন, 'এনএসসি'র সঙ্গে এখনো কোনো আলোচনা করিনি। শুধু বলেছি, সুযোগ পেলে আমি নির্বাচনে অংশ নেব। এখনো জানি না কোথা থেকে (কোন আসন থেকে) আমি লড়ব কিংবা কীভাবে করব।'
'আমার একমাত্র কারণ হলো আমি যে কাজগুলো শুরু করেছি, সেগুলো ভালোভাবে এগোচ্ছে। মনে হচ্ছে মাঝপথে ফেলে না রেখে এগুলো শেষ করা উচিত। এটাই চালিয়ে যাওয়ার অন্যতম কারণ।'