তাহলে কি বিসিবি সভাপতি পদে তামিমের সঙ্গে লড়বেন আমিনুল

প্রথম আলো প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫১

‘আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি’—মাস তিনেক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে কথাটা বলেছিলেন আমিনুল ইসলাম। তখন এটাও বলেছিলেন, লম্বা সময় বোর্ডে থাকার পরিকল্পনা নেই তাঁর।


তবে সম্প্রতি আমিনুলের সেই ভাবনায় পরিবর্তন এসেছে। কয়েক দিন আগেই জানিয়েছিলেন, ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে আবার বিসিবি সভাপতি হতে আপত্তি নেই তাঁর। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল বলেছেন, পরিচালক পদে নির্বাচন করতেও আগ্রহী তিনি।


অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন— কাল আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দু-এক দিনের মধ্যে বর্তমান সভাপতি আমিনুল তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের জন্য নাম সুপারিশ করার কথা।  এরপরই পুরোদমে বিসিবির নির্বাচনের তোড়জোড় শুরু হবে।


সভাপতি হতে কারা আগ্রহী, এ নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল আছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও ইতিমধ্যে জানিয়েছেন, বিসিবির আগামী নির্বাচনে লড়বেন তিনি—   পরিচালকদের সমর্থন থাকলে হয়তো হবেন সভাপতিও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও